মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার

শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তারা

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় নিউ মার্কেটস্থ দোস্ত বিল্ডিং চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস ও কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য শ্রমিক নেতা মহব্বত আলী খান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বিজন। বিশেষ অতিথি ছিলেন কাভার্ড ভ্যান চালক কর্মচারী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শেখ নওশেদ সরোয়ার পিল্টু, বায়েজিদ থানা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন শ্রমিকনেতা কাঞ্চন দাশ, জয়নাল আবেদীন, বিমান বড়ুয়া, নজরুল ইসলাম খোকন, ওসমান গণি, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মো. নুর উদ্দিন, এয়ার মো. খোকন প্রমুখ। সভায় বক্তারা বলেন, সারাবিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদ : জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে সিবিএ-নন সিবিএ সমন্বয় পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। গাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে ও মো. তফাজ্জল হোসেন জিকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ, মহানগর মহিলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলী। বক্তব্য রাখেন আবুল হোসেন আবু, আব্দুল মতিন মাস্টার, আব্দুর রহিম, হাসান চৌধুরী, সাবের আহমদ, নাঈমুল ইসলাম ফটিক, আকবর হোসেন, সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন, এস.এম. শাহজাহান, শান্তনু দাশ, মো. শাহজাহান হোসেন, সৈয়দ মো. আরিফ হোসেন, মো. ইসা, মো. নাছির উদ্দীন, দিদার হোসেন চৌধুরী, মো. রফিক, আব্দুল খালেক, মো. ইকবাল, কাজী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবির সাবেক উপাচার্য আর আই চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধঢাবি শিক্ষার্থীরা এল স্বাস্থ্যবীমার আওতায়