মেহজাবীনের বন্দী জীবন!

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৩৯ পূর্বাহ্ণ

পরনে সাদা শাড়ি তাতে নীল স্ট্রাইপ। সাথে সাদা ব্লাউজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। দৃষ্টি অপলক। দেখতে খানিকটা অভিনেত্রী মেহজাবীনের মতো, অনেকের প্রশ্ন- তিনিই কি! গত শনিবার একটি স্থিরচিত্রে সময়ের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এভাবেই পাওয়া গেল। নিশ্চিত হওয়া গেল তার নাম। স্বস্তির বিষয়, বাস্তবে নয়-এটাও নাকি চরিত্রের প্রয়োজনে। যেমনটা প্রায়শই দেখা যায় তাকে-বিস্ময়কর গেটআপে। এবারও তাই ঘটছে। তবে ঠিক কী ঘটছে সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী। সূত্র এটুকু বলছে, একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য এমন গেটআপ নিয়েছেন মেহজাবীন। তার এই ওয়েব চমকে সঙ্গে থাকছেন আফরান নিশো। জানা গেছে, নিশোকেও এখানে একেবারে ভিন্ন লুকে দেখা যাবে। যা শিগগিরই স্পষ্ট করবেন তারা।

পূর্ববর্তী নিবন্ধত্রিশ বছর পর…
পরবর্তী নিবন্ধপর্দায় ফিরছে ওসি হারুন ও ইন্সপেক্টর মলয়