কিছুদিন পর পর তার সুরে পুরো দেশ নাচে। তার গাওয়া–সুর করা গান মুহূর্তকে করে তোলে আরও আনন্দঘন। তিনি মাঝে মাঝে অভিনয়ও করেন। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে তুমুল উৎসাহে। খবর বাংলানিউজের।
তিনি এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী–অভিনেতা প্রীতম হাসান। গতকাল তার জন্মদিনে অভিনয়ের নতুন খবর নিয়ে হাজির হলেন প্রীতম হাসান। চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’–এ অভিনয় শুরু করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে আছেন গুণী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শিহাব শাহীন পরিচালিত সিরজটির মাধ্যেম প্রথমবার একসঙ্গে দেখা যাবে মেহজাবীন–প্রীতমকে। তিনি জানালেন, গল্পটা খুবই ভালো লেগেছে তার এবং এটা নিজেদের মতো করে নির্মাণ করতে পারলে সিরিজটির এবং চরিত্রগুলোর আলাদা একটি সত্তা তৈরি হবে। অন্যদিকে মেহজাবীন চৌধুরীও কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝে–শুনে। গল্পে নিজের চরিত্রে সেই পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন না তিনি। মিডিয়ায় গুঞ্জন ‘ক্যাকটাস’–এ মেহজাবীনের উপস্থিতি দর্শকদের চমকে দিতে পারে! মেহজাবীনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে অস্বীকার করেননি তিনি। বলেন, যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে চরিত্রটা আমার ছেড়ে দেওয়া উচিৎ হবে না।
এরইমধ্যে মেহজাবীন–প্রীতম রিহার্সেলেও অংশ নিয়েছেন বলে জানান প্রীতম। শিগগিরই শুরু হচ্ছে শুটিং। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম।











