বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ সময়ে লিওনেল মেসিসহ বেশ কয়েকজন ফুটবলার ইনজুরির কারনে ছিটকে গেছেন। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দল সাজানোই কঠিন হয়ে পড়ছে আর্জেন্টিনার জন্য। কিন্তু দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি ইনজুরিকে অজুহাত হিসেবে দেখাতে রাজি নন। বরং এই পরিস্থিতিতেও ইতিবাচক দিক খুঁজে বের করেছেন তিনি। মেসি ছাড়া আর্জেন্টিনার প্রাথমিক দল থেকে আরও ছিটকে পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা, ডিফেন্ডার গনসালো মন্তিয়েল, ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস এবং মিডফিল্ডার জিওভানি লো সেলসো। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস চোটের কারণে আগে থেকেই দলে ছিলেন না। বাংলাদেশ সময় আজ শনিবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ স্কালোনি বলেছেন, আমরা জানতাম, কয়েকজন খেলোয়াড় চোটে খেলতে পারবে না। ঠিক তাই হয়েছে। এখন যারা আছে, তাদের নিয়েই আমাদের ভাবতে হবে। এটা তাদের জন্যও একটা সুযোগ। আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। মেসি পেশিতে চোট পান গত সোমবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২–১ গোলে জয় পাওয়া ম্যাচে। এরপরই স্কালোনি ২৬ সদস্যের দল ঘোষণা করেন, কিন্তু তাতে মেসির নাম ছিল না। আর্জেন্টিনার বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জয়ী কোচ স্কালোনি বলেছেন, ‘আমি লিওর সঙ্গে কথা বলেছি। তার চোটের অবস্থা ভালো ছিল না। এটা একটা সমস্যা, দুর্ভাগ্যবশত সে দলে থাকতে পারেনি। এটা আমাদের জন্য বড় ক্ষতি, তবে এই দল সবসময় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে লড়াই করে, এই ম্যাচেও তা–ই করবে।
এখন পর্যন্ত ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ব্রাজিল। আর ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে।