মেসি ফিরলেও ভেনেজুয়েলার সাথে ড্র করে ফিরল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

প্রবল বৃষ্টিতে শুরু হয়েছে খেলা। পানি জমে থাকা মাঠেই খেলতে হলো আর্জেন্টিনাকে। ভেনেজুয়েলার এই ভেজা মাঠে শুরুর দিকে এগিয়ে গেলেও শেষে গিয়ে আর পেরে উঠলো না লিওনেল মেসির দল। ফলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ১১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। নিকোলাস ওতামেন্দির গোলে শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে গেলে বিরতির পর ভেনেজুয়েলাকে সমতায় ফেরান সলোমন রন্দন। মাতুরিনে ম্যাচ শুরুর আগে থেকেই শুরু হয় অনেক বেশি বৃষ্টি। যার কারণে মাঠে জমে যায় পানি। এর মধ্যেই শুরু হয় ম্যাচ। প্রতিকূল পরিবেশে অবশ্য এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি আর্জেন্টিনা। মেসির নেওয়া ফ্রি কিক থেকে উড়ে আসা বল ভেনেজুয়েলা গোলরক্ষকের হাতে লেগে চলে যায় ওতামেন্দির কাছে। ভুল না করে সহজেই বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার। এগিয়ে যায় ম্যাচে। বিরতির পর মাঠে জমে থাকা পানি কমতে শুরু করে। বলও নিজের নিজস্ব গতি পেতে থাকে। আক্রমণ বাড়াতে থাকে ভেনেজুয়েলাও। ৬৫তম মিনিটে গিয়ে গোল পায় তারা। বাঁ দিক থেকে আসা ক্রস বঙ থেকে হেডে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান সলোমন রন্দন। পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। এই ম্যাচে মেসিকে ফেরানো হয়। ইনজুরির কারনে খেলতে পারেননি আগের দুটি ম্যাচ। গতকালের ম্যাচে ছিলেননা আর্জেন্টিনার সেরা গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেসও। নিষেধাজ্ঞার কারনে তিনি খেলতে পারেননি। তারপরও জয়েল আশা ছিল আর্জেন্টিনার। কিন্তু মাঠের কারনে জিততে পারলেননা বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি।

পূর্ববর্তী নিবন্ধশেষ মুহুর্তের গোলে চিলিকে হারাল ব্রাজিল
পরবর্তী নিবন্ধ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হার পাকিস্তানের