আমেরিকায় দেখা হয়ে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি তারকা ফুটবলার লিওনেল মেসি ও টেনিস তারকা নোভাক জোকোভিচের। বর্তমানে আমেরিকাতেই অবস্থান করছেন মেসি ও জকোভিচ দুজনই। আমেরিকান ফুটবলে ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবের হয়ে খেলছেন মেসি। আর সমপ্রতি সিনসিনাতির ওপেনের শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। আর সেখানেই দেখা হয়ে গেল মেসি ও জকোভিচের। মেসির দল ইন্টার মিয়ামি গত বৃহস্পতিবার সিনসিনাতিকে হারিয়ে ইউএস ওপেন টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে। মেসি ও জকোভিচের সাথে আড্ডায় মেতেছিলেন ইন্টার মিয়ামির মালিক জর্জ ম্যাসও। দু’জনকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছেন মাস।