মেসির হ্যাটট্রিকে উড়ে গেল বলিভিয়া

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

কোপা কাপ জয়ের পর থেকে দারুন ছন্দে রয়েছে আর্জেন্টিনা। আর দলটির সেরা তারকা লিওনেল মেসিতো রয়েছেনই। এবার মেসি জাদু দেখল বলিভিয়া। বিশ্বসেরা এই ফুটবলারের দুর্দান্ত হ্যাটট্রিকে এক রকম উড়ে গেল বলিভিয়া। নিজেদের মাঠ স্তাদিও মনুমেন্টালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন মেসি। দুর্দান্ত জয়ের ম্যাচে অনন্য এক কীর্তি গড়েছেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
প্রায় দুই মাস পর কোপা জয়ী প্রিয় তারকাদের সামনে পেয়ে ম্যাচের পুরোটা সময়ই গ্যালারিতে উৎসবে মেতে ছিলো আর্জেন্টাইনরা। পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ২৪টি শট নেয় আর্জেন্টিনা। যার সাতটি ছিল লক্ষ্যে। উৎসবে নতুন রং ছড়াতে বেশি সময় নেননি মেসি। ম্যাচের ১৪ মিনিটে দারুণ এক গোলে এগিয়ে নেন দলকে।
লেয়ান্দ্রো পারেদেসের পাস ধরে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান মেসি। ২৭ মিনিটে জালে বল পাঠিয়েছিলেন লাউতারো মার্তিনেস। কিন্তু অফসাইডে ছিলেন তিনি। ৪০ মিনিটে দারুণ একটি সুযোগ নষ্ট করেন মার্তিনেস। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে মেসি বল বাড়ান তাকে। কিন্তু পেনাল্টি স্পটের কাছ থেকে পোস্টের বাইরে মেরে হতাশ করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও চাপ বাড়ায় আর্জেন্টিনা। তারই ধারাবাহিকতায় ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মার্তিনেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করার ফাঁকে দ্রুত ডি-বঙে ঢুকে নিচু শটে দলকে জয়ের পথে এগিয়ে নেন মেসি। এই গোলেই মেসি ছাড়িয়ে যান লাতিন আমেরিকার আগের রেকর্ড গোলদাতা পেলেকে। ৮৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। হোয়াকিন কোররেয়ার শট ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি বলিভিয়ান গোলরক্ষক। সঠিক সময়ে গোলমুখে ছুটে যাওয়া মেসি ফিরতি বল অনায়াসে পাঠান জালে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল হলো ৭৯টি। ৭৭ গোল নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এতদিন শীর্ষে ছিলেন পেলে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এটি পঞ্চম জয়। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

পূর্ববর্তী নিবন্ধতালেবান সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না রাশিয়া
পরবর্তী নিবন্ধ২০ কেজি ওজন কমিয়ে দেখা দিলেন কিম