কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এবং ব্রাজিল বড় জয় পেয়েছে। লিওনেল মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে ৬–০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। দিনের শেষ ম্যাচে পেরুকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার মেসি তিনটি দুর্দান্ত ফিনিশিং ও দুটি এ্যাসিস্টে আবারো নিজের দক্ষতার জানান দেন। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির দলের আধিপত্য ছিল। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি ১৯ মিনিটে গোলের সূচনা করেন। বলিভিয়ান ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজকে কাটিয়ে লটারো মার্টিনেজ দারুন এক বল বাড়িয়ে দেন মেসির দিকে। দারুন চতুরতার সাথে কোনাকুনি শটে মেসি বল জালে জড়ান। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকরা ৪৩ মিনিটে আবারো গোল উৎসবের আনন্দ পান। মেসির অসাধারণ পাসে এবার ব্যবধান দ্বিগুন করেন জুলিয়ান আলভারেজ। তিন মিনিট পর ফ্রি–কিক থেকে এ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আলভারেজ তার দ্বিতীয় গোল করেন। বিরতির পর নিকোলাস ওটামেন্ডির হেডের গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। যদিও স্বাগতিক সমর্থকদের চতুর্থ গোলের আনন্দ পেতে খুব বেশীক্ষন অপেক্ষা করতে হয়নি। নাহুয়েল মোলিনার দুর্দান্ত পুল–ব্যাকে থিয়াগো আলমাডার গোলে ৬৯ মিনিটে ৪–০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৮৪ মিনিটে মেসি ব্যবধান ৫–০তে নিয়ে যান। দুই মিনিটর পর বদলী খেলোয়াড় নিকো পাজের এ্যাসিস্টে ইন্টার মিয়ামির ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করেন। ১০ দলের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা ১০ ম্যাচ পর ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার থেকে স্কালোনির দল তিন পয়েন্ট এগিয়ে রয়েছে। কলম্বিয়া গতকাল বারানকুইলাতে চিলিকে ৪–০ গোলে বিধ্বস্ত করেছে। কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের শতবর্ষী পালনের অংশ হিসেবে কলম্বিয়ানরা গতকাল সাদা রঙের বিশেষ জার্সি পড়ে মাঠে নেমেছিল। নেস্টার লোরেঞ্জোর দলের দুর্দান্ত পারফরমেন্সের কাছে দাঁড়াতেই পারেনি চিলি। ৩৪ মিনিটে ডিফেন্ডার ডেভিনসন সানচেজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। হামেস রদ্রিগুয়েজের কর্ণার থেকে জন লুকুমি গোলের সুযোগ নষ্ট করেন। ৪৫ মিনিটে লুইস দিয়াজের ক্রস থেকে জন করডোবা গোল করলে অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়।
বিরতির সাত মিনিট পর চিলি কলম্বিয়াকে দ্বিতীয় গোল উপহার দিয়েছে। বেঞ্জামিন কুসেভিচের বল কেড়ে নেন রদ্রিগুয়েজ। তার পাসে লিভারপুল উইঙ্গার লুইস দিয়াজ ব্যবধান দ্বিগুন করেন। ৮২ মিনিটে বদলী খেলোয়াড় জন ডুরান ব্যবধান ৩–০’তে নিয়ে যান। স্টপেজ টাইমে সিনিসটেরার গোলে বড় জয় নিশ্চিত হয় কলম্বিয়ার দিনের শেষ ম্যাচে ব্রাসিলিয়ায় পেরুকে সহজেই ৪–০ গোলে বিধ্বস্ত করেছে আরেক জায়ান্ট ব্রাজিল। ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা। বাকি দুই গোল করেছেন আন্দ্রেস পেরেইরা ও লুইজ হেনরিক। উরুগুয়ে ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।