ক্লাব বিশ্বকাপে মেসিদের ক্লাবের বিপক্ষে ৪–০ ব্যবধানের বড় জয় পায় পিএসজি। তবে ম্যাচ শেষে দেখা গেল এক আবেগঘন পুনর্মিলন। লিওনেল মেসির সঙ্গে ওসমান দেম্বেলের বার্সেলোনায় থাকা স্মৃতি যেন ফিরেছে। স্টেডিয়ামের টানেলে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে দেখা যায়, মেসি ও দেম্বেলে হাসিমুখে হাতে ধরে রেখেছেন ইন্টার মায়ামির গোলাপি ১০ নম্বর জার্সি। ছবির সঙ্গে দেম্বেলে লেখেন, ‘তোমাকে আবার দেখাটা দারুণ অনুভূতি, লিও। সর্বকালের সেরা আশা করি ইন্টার মায়ামির হয়ে তুমি ইতিহাস গড়তে থাকবে, যেমনটা করেছ এই ক্লাব বিশ্বকাপে।’ এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের মধ্যে। ক্যাম্প ন্যুয়ের স্মৃতিচারণে ভেসে যান তারা।