নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউতে গতকাল শনিবার দুই দিনব্যাপী মালয়েশিয়ান শিক্ষা মেলা শুরু হয়েছে। চট্টগ্রাম মেন্টর্স এবং উইনিং ম্যাগ্নিটিউটের সহযোগিতায় এবং মালয়েশিয়া সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
এই মেলায় মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ইউনিভার্সিটি টেইলর্স ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, সেগী ইউনিভার্সিটি, নিউক্যাসেল ইউনিভার্সিটি মেডিসিন মালেশিয়া, ইন্টার্ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশান, কোয়েস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছে। এতে শিক্ষার্থী–অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
মেলায় আগত শিক্ষার্থী ও অভিভাবকরা মালয়েশিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি, বৃত্তি সুবিধা এবং ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেধার ভিত্তিতে শতভাগ পর্যন্ত বৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে। চট্টগ্রামে মালয়েশিয়ান শিক্ষা মেলা আজ শেষ হচ্ছে। বিস্তারিত যোগাযোগের নাম্বার ০১৭১৩ ২৪৩৪৩২ ও ০১৬৮৮ ৪৫৪৫৪৫।











