মেলা বন্ধ হলেও মুক্ত হয়নি মাঠ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

সকাল, দুপুর কিংবা বিকেল। এমনকি রাতেও সিআরবি দিয়ে যেতে চোখে পড়তো একটা দৃশ্য। তা হচ্ছে দল বেঁধে নানা বয়সের ছেলেরা খেলছে। কেউ ফুটবল, কেউবা ক্রিকেট। কিন্তু গত প্রায় এক মাস ধরে সিআরবির শিরীষতলায় সে চেনা দৃশ্য নেই। কারণ সেখানে হওয়ার কথা ছিল দেশীয় পণ্য এবং জামদানি মেলা। মাসব্যাপী সে মেলার স্টল তৈরির কাজ চলছিল অনেকদিন ধরে। গত ৮ সেপ্টেম্বর দৈনিক আজাদীতে এক সংবাদ প্রকাশের পর গত ১১ সেপ্টেম্বর সে মেলা বন্ধ করে দেয় প্রশাসন। মেলা বন্ধের সে সংবাদে স্বস্তি ফিরে এসেছিল প্রকৃতি প্রেমী মানুষের মাঝে। সে সাথে যারা নিয়মিত শিরীষতলার মাঠে খেলতো তাদের মাঝেও। কিন্তু মেলা বন্ধ হওয়ার প্রায় দশদিন পার হয়ে গেলেও এখনো মুক্ত হয়নি মাঠ। এখনো শিরীষতলার সে মাঠে রয়ে গেছে বাঁশ দিয়ে তৈরি করা সে স্টল। কবে নাগাদ সে সব স্টল ভাঙা শেষ হবে তারও কোনো সদুত্তর মেলেনি কারো কাছে। ফলে যারা সকাল থেকে রাত পর্যন্ত খেলতো সে মাঠে তারা প্রতিদিনই আসেন। কিন্তু ব্যর্থ হয়ে আবার ফিরে যান।

পূর্ববর্তী নিবন্ধসাইবার নিরাপত্তা আইন পাসে সম্পাদক পরিষদের উদ্বেগ
পরবর্তী নিবন্ধসাইকেল বিক্রির টাকা নিয়ে উধাও দুদিন পর ফিরে আসে হৃদয়