মেলা থেকে ৪০ শিক্ষার্থীকে বই উপহার দিলেন সাংসদ মিতা

সন্দ্বীপ প্রতিনিধি | সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

ভোরের পাখি সাহিত্য মেলা ও বই চিন্তার আয়োজনে মাসব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার ৮ম দিনে গতকাল রোববার পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেলা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। এসময় দ্বীপের সর্বোচ্চ জনপ্রতিনিধিকে পেয়ে স্কুল শিক্ষার্থীরা উৎফুল্ল হয়ে ওঠে। এমপি মিতা এ সময় ৪০জন শিক্ষার্থীকে নিজস্ব অর্থায়নে বই উপহার দেন। মেলা পরিদর্শন শেষে নৌ পরিবহন মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য এম পি মিতা শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, বই জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। তোমরা বেশি বেশি বই পড়বে। বইয়ের মধ্যেই নিজেকে সব সময় ব্যস্ত রাখবে। এমন যুগান্তকারী উদ্যোগের জন্যে আয়োজকদের সাধুবাদও জানান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী , ইসমাইল হোসেন মনি, সাইফ রাব্বী, অধ্যাপক ওয়াজাহাত উল্যাহ সামি,প্রধান শিক্ষক আবদুল হান্নান, কবি নীলাঞ্জন বিদ্যুৎ, কবি মোস্তফা হায়দার, সাজিদ মোহন, নজরুল নাঈম, মাহমুদুল ইসলাম, আবদুর রহমান ইমন, আবদুর রহিম মিনহাজ, সাব্বির হোসেন, রাহুল, তামিম, আরিয়ান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভা
পরবর্তী নিবন্ধ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’