ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) স্প্রিং ২০২১ সেমিস্টারে ভর্তি চলছে। ইডিইউর ভর্তি কার্যক্রমের অন্যতম আকর্ষণ এডমিশন ফেয়ার বা ভর্তিমেলা আগামী ৯ জানুয়ারি ক্যাম্পাস ও অনলাইনে একসাথে অনুষ্ঠিত হবে। বিশেষ ছাড় ও অন্যান্য সুবিধা থাকায় ভর্তিচ্ছুদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ মেলা। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত অনলাইনে মেলা চলবে। আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে ১০টি বিষয়ে। স্নাতক পর্যায়ে বিবিএ, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইকনোমিক্স, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইলেক্ট্রিকাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, মাস্টার্স ইন ইংলিশ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি/ মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম। মেলায় থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। ভর্তির উপর থাকবে বিভিন্ন হারে ছাড় ও বিশেষ স্কলারশিপের সুযোগ। ভর্তিচ্ছুরা দিকনির্দেশনা ও ইডিইউতে পড়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে ইডিইউর ওয়েবসাইট িি.িবধংঃফবষঃধ.বফঁ.নফ বা অফিসিয়াল ফেসবুক পেইজে ভিজিট করতে হবে। এছাড়া ব্রাউজারের এড্রেস বারে গিয়ে sites.google.com/eastdelta.edu.bd/admissionfair লিখলেই সরাসরি যুক্ত হওয়া যাবে এডমিশন ফেয়ারে। বিস্তারিত তথ্যের জন্য ০১৩১১-১০৪৫৩১, ০১৩১১-১০৪৫৩২ ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।