স্বনামধন্য ক্রীড়া সংগঠন কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, বর্তমান সময়ে খেলা মাঠগুলোকে খেলার জন্য উন্মুক্ত রাখতে হবে। মেলার জন্য ভবিষ্যতে যেন পলোগ্রাউন্ড মাঠ ব্যবহার করা না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাঠগুলো যত্নের মাধ্যমে খেলার জন্য উপযোগী করে রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনমানসিকতা সুস্থ থাকে।
ক্লাবের সভাপতি এবং বনফুল এন্ড কোম্পানী ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম সিআইপির সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্যে বনফুল –কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, কিষোয়ান স্পোর্টিং ক্লাব ভবিষ্যতেও মানসম্মত খেলোয়াড় তৈরীতে ভূমিকা রাখবে। এজন্যে যা কিছু করণীয়, তাতে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিএফএ এর সভাপতি এসএম শহীদুল ইসলাম, পাঁচলাইশ আবাসিক এলাকার সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম, চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, ক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম, কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক কফিল উদ্দীন চৌধুরী, রাকিব উদ্দীন প্রমুখ।