মেলায় বুকিং দিলে ৫ শতাংশ ডিসকাউন্ট

গওহর সিরাজ জামিল, চেয়ারম্যান , এরিয়েল প্রপার্টিজ লিঃ | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

বর্তমানে আবাসন শিল্প বেশ কঠিন সময় পার করছে। শহরে জায়গার স্বল্পতা, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধির কারনে নির্মাণ কাজে খরচ বাড়ছে দিন দিন। তারপরও আমরা চেষ্টা করছি ক্রেতাদের একটি মান সম্মত ফ্ল্যাট বা দোকান নিশ্চিত করতে। এই শিল্পকে আরো প্রসার করতে জমি রেজিস্ট্রির মত কাজ সহজ করা, নির্মাণ সামগ্রীর দাম কমানো অতিব জরুরি। এছাড়া মানুষ যাতে সহজে ফ্ল্যাট ক্রয় করতে পারে সেজন্য ঋন প্রাপ্তি সহজ করতে হবে। সরকারী বিভিন্ন সংস্থার জটিলতা কমাতে হবে। কারন এই শিল্পে বিশাল বিনিয়োগের পাশাপাশি বিশাল কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। এই ধারাকে অব্যাহত রাখতে হলে আইন শৃংখলা পরিস্থিতিরও উন্নতি খুব বেশি দরকার। আবাসন খাতের সাথে আর্থিক প্রতিষ্টান গুলো ওতপ্রোতভাবে জড়িত। তাই নীতি নির্ধারকদের এ ব্যাপারে সময়োপযোগী এবং বাস্তবমুখী নীতি গ্রহণ করতে হবে। তারপরও নানা সীমাবদ্ধতার মাঝেও এগিয়ে যাচ্ছে আবাসন খাত। সাধ্যের মধ্যে একজন নাগরিক যাতে একটি ফ্ল্যাট কিনতে পারে সে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এবারের রিহ্যাব ফেয়ারে যারা আমাদের স্টলে এসে বুকিং দেবেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আমরা ৫শতাংশ ডিসকাউন্টের সুযোগ রেখেছি এক্ষেত্রে। আর এককালীন মূল্য পরিশোধ করলে পাবেন আরো ৫ শতাংশ ডিসকাউন্টের সুযোগ। তাই সবাইকে আহবান জানাই আমাদের স্টলে এসে নিজের ফ্ল্যাটটি খুজে নিন।

পূর্ববর্তী নিবন্ধমোরশেদ-কাদের-সাইফুদ্দিন পরিষদের প্যানেল পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধমূল্য ছাড় নয়, গ্রাহক সন্তুষ্টিই মূল্যবান