বিগ ব্যাশে আবারো বোলিং নৈপুণ্য দেখালেন বাংলাদেশের রিশাদ হোসেন। ফিল্ডিংয়েও তৎপরতা দেখালেন ক্যাচ নিয়ে। ন্যাথান এলিসের স্লোয়ার ডেলিভারি লেগ সাইডে খেলার চেষ্টায় জশ ব্রাউনের ব্যাটে লেগে বল আকাশে উঠে গেল অফ সাইডে। শর্ট থার্ডম্যান থেকে বলের দিকে চোখ রেখে বেশ খানিকটা পেছনে ছুটে গিয়ে দারুণভাবে বল মুঠোয় জমালেন রিশাদ হোসেন। চমৎকার ক্যাচ নিয়ে শুরুর জুটি ভাঙায় অবদান রাখার পর, বোলিংয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিলেন এই বাংলাদেশি লেগ স্পিনার। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে সোমবার মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট শিকার করেন রিশাদ। তার ৯ বলে আসেনি কোনো রান। অস্ট্রেলিয়ার এই টি–টোয়েন্টি প্রতিযোগিতায় নিজের অভিষেক আসরে প্রথম তিন ম্যাচে ৩ উইকেট নেওয়া বাংলাদেশি ক্রিকেটার পরের দুই ম্যাচে নিলেন ৫টি। মোট ৮টি উইকেটের মালিক হলেন তিনি বিগ ব্যাশে। হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু করে রেনিগেডস। তৃতীয় ওভারে রিশাদের ক্যাচে ব্রাউনের বিদায়ে ভাঙে ৩৮ রানের শুরুর জুটি। পঞ্চম ওভারে বল হাতে পেতে রিশাদ দেন ৮ রান। তার প্রথম বলে ৩ রান নেন টিম সাইফার্ট। পরের পাঁচ বলে আসে পাঁচটি সিঙ্গল। পাওয়ার প্লের শেষ ওভারে সাইফার্টকে ফেরান মিচেল ওয়েন। সপ্তম ওভারে রিশাদের তৃতীয় বল সুইপ করে চার মারেন মোহাম্মদ রিজওয়ান। পরের বলেই তাকে ফেরান রিশাদ। রিভার্স সুইপ করে উইকেট বিলিয়ে দেন পাকিস্তানের ব্যাটসম্যান। এই ওভারে ৬ রান দিয়ে উইকেটটি নেন রিশাদ। নিজের পরের ওভারে প্রথম বলে উইকেট পেতে পারতেন তিনি। ওয়াইড লং অন দিয়ে উড়িয়ে মারেন বাঁহাতি ব্যাটসম্যান অলিভার পিক। ছুটে গিয়ে বল মুঠোয় জমানোর চেষ্টা করেন নিখিল চৌধুরি, কিন্তু বল তার হাতে পড়ে হয়ে যায় ছক্কা। পড়ে গিয়ে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরের দুই বলে আসে ৩ রান। চতুর্থ বল স্লগ সুইপে ছক্কা মারেন জেইক ফ্রেজার–ম্যাকগার্ক। পরের বলেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রতিশোধ নেন রিশাদ। প্যাডল সুইপ করার চেষ্টায় শর্ট ফাইন লেগে ধরা পড়েন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। এই ওভারে আসে ১৫ রান। ইনিংসের চতুর্দশ ও নিজের কোটার শেষ ওভারে একটি বাউন্ডারি হজম করলেও মাত্র ৫ রান দেন রিশাদ। ২০ ওভারে রেনিগেডস করতে পারে ৯ উইকেটে ১৬২ রান। ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়ে হারিকেন্সের সফলতম বোলার অধিনায়ক এলিস। ম্যাথু ওয়েডের ২০ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংসে হারিকেন্স ৪ উইকেটে জিতে যায় এক ওভার বাকি থাকতে।











