ম্যাচের কেবল তৃতীয় ওভার চলছিল। জাসপ্রিত বুমরাহকে রিভার্স র্যাম্প শট খেলার চেষ্টা চালালেন স্যাম কনস্টাস। ভয়ঙ্কর এই পেসারের পরের ওভারে চেষ্টা করলেন রিভার্স স্কুপ খেলার। দুই দফায়ই ব্যাটে লাগাতে পারলেন না তিনি। তবে দমে না গিয়ে বুমরাহর পরের ওভারে স্কুপ ও রিভার্স স্কুপে দুই চার ও এক ছক্কায় টেস্ট ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার। ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি উপহার দিয়েছেন কনস্টাস। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন উসমান খাজা, মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। প্রথম চার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে বঙিং ডে টেস্টের প্রথম দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। দিনের সবচেয়ে আলোচিত নাম কনস্টাস ২ ছক্কা ও ৬ চারে ৬৫ বলে খেলেন ৬০ রানের ইনিংস। ৫২ বলে পঞ্চাশ ছুঁয়ে গড়েন অস্ট্রেলিয়ান ওপেনারদের মধ্যে টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড। সিরিজে প্রথম ফিফটিতে ৬ চারে ৫৭ রান করেন আরেক ওপেনার খাওয়াজা। লাবুশেনের ব্যাট থেকে আসে ৭ চারে ৭২ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান স্মিথ ১ ছক্কা ও ৫ চারে ৬৮ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন। অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এদিন টেস্ট অভিষেক হয় কনস্টাসের। ১৯ বছর ৮৫ দিন বয়সে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেই তোলপাড় ফেলে দেন ডানহাতি এই ব্যাটসম্যান। বিশেষ করে, বুমরাহর বিপক্ষে তার ব্যাটিং ছিল চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো। এই বুমরাহর বিপক্ষে প্রথম তিন টেস্টে চারবার আউট হয়ে বাদ পড়েন ন্যাথান ম্যাকসুয়েনি, যার জায়গায় খেলছেন কনস্টাস। বুমরাহর বিপক্ষে প্রথম ১৮ বলে কেবল ২ রান করা কনস্টাস পরের ১৫ বলে নেন ৩২ রান! সিরিজ জুড়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগানো এই পেসারের ষষ্ঠ ওভারে দুই চার ও এক ছক্কায় ১৮ রান নেন তিনি। ৪৪ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রান আগে কখনও দেননি বুমরাহ। দিনের আরেকটি ঘটনা নিয়ে হচ্ছে তুমুল চর্চা। দশম ওভার শেষে ক্রিজের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কনস্টাসকে ‘ইচ্ছাকৃতভাবে’ ধাক্কা দেন ভিরাট কোহলি। ভারতীয় ব্যাটিং গ্রেটের এমন অশোভন আচরণের পরই বুমরাহর উপর ঝড় বইয়ে দেন কনস্টাস। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৮৯ রানে প্রথম উইকেট হারায়। ৬০ রান করে ফিরেন অভিষিক্ত কনস্টাস। এরপর লাবুশেনকে নিয়ে দলের রান বাড়াতে থাকেন খাওয়াজা। তাদের দুইজনের ৬৫ রানের যুগলবন্দিতে ফাটল ধরে ১০১ বলে ফিফটি করা খাওয়াজার বিদায়ে। বুমরাহ শর্ট বল পুল ঠিকমতো করতে পারেননি তিনি। ব্যাটের আগায় লেগে ধরা পড়েন মিডউইকেটে। স্মিথকে নিয়ে আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি উপহার দেন লাবুশেন। ১১৪ বলে ফিফটি করা ব্যাটসম্যানকে বিদায় করেন ওয়াশিংটন সুন্দর। ভাঙে ৮৩ রানের জুটি। আগের দুই টেস্টে সেঞ্চুরি করা ট্রাভিস হেডকে এবার রানের খাতাই খুলতে দেননি বুমরাহ। পরের ওভারে মিচেল মার্শকে ফিরিয়ে দেন বুমরাহ। অ্যালেক্স কেয়ারিকে নিয়ে দিনের খেলা শেষ করার পথেই ছিলেন স্মিথ। কিন্তু শেষ বেলায় আকাশ দিপের বাড়তি লাফিয়ে ওঠা বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন কেয়ারি, ভাঙে ৫৩ রানের জুটি। দিনের বাকিটা প্যাট কামিন্সকে নিয়ে কাটিয়ে দেন স্মিথ।