মেলবোর্নে দিনজুড়ে বৃষ্টির রাজত্ব

দুই ম্যাচে চার দলের পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ৫:২৪ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি হাই ভোল্টেজ ম্যাচ ছিল গতকাল। যার একটি নিচের দিকের আর অন্যটি একেবারে উপরের দিকের। দিনের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। সবকিছু ঠিক ছিল। কিন্তু বৃষ্টি তাদেরকে আর মাঠে নামতে দিল না। লম্বা সময় অপেক্ষা করার পর আম্পয়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণভাবে ছড়ি ঘুরাচ্ছে বৃষ্টি। এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে বৃষ্টির কারণে। তবে গতকালের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যধকার ম্যাচটির দিকে তাকিয়ে ছিল পুরো ক্রিকেট বিশ্ব। কারণ ফেবারিট এই দুই দলই হেরেছে একটি করে ম্যাচ। অপরদিকে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটির দিকেও নজর ছিল দর্শকদের। কারণ ইংল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করা আইরিশরা আফগানিস্তানের বিপক্ষে কেমন করে সেটাই ছিল দেখার। কিন্তু দুটি ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে।

গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিনজুড়ে রাজত্ব করল বৃষ্টি। ভেসে গেল তুমুল আগ্রহের কেন্দ্রে থাকা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বৈরথ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে মেলবোর্নে পাঁচ ম্যাচের তিনটি পন্ড হলো বৃষ্টিতে। এর মধ্যে গতকাল শুক্রবারই হলো দুটি। আফগানিস্তান ও আয়ারল্যান্ড ম্যাচের মতো টস হতে পারেনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচেও। চার দলই পেয়েছে একটি করে পয়েন্ট। সুপার টুয়েলভে এক নম্বর গ্রুপে এখন ৩ পয়েন্ট চার দলের। রান রেটে এগিয়ে সবার ওপরে দুই ম্যাচ খেলা নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই তিন দল খেলেছে তিনটি করে ম্যাচ। ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। তারাও এক ম্যাচ কম খেলেছে। লঙ্কানদের সমান পয়েন্ট নিয়ে তলানিতে তিন ম্যাচ খেলা আফগানিস্তান। এই গ্রুপে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তিন দলেরই হতে পারে ৭ করে পয়েন্ট। সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে তখন কাজে লাগবে নেট রান রেট।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির কারণে আফগানিস্তান যেন ভুগছে সবচেয়ে বেশি। ভেসে গেছে দলটির আরেকটি ম্যাচ। মেলবোর্নে গতকাল শুক্রবার সুপার টুয়েলভে মাঠের লড়াইয়ে নামার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হলো ম্যাচটি। একটি করে পয়েন্ট পেয়েছে দল দুটি। অনেকটা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে এই ঘোষণা দেন দুই আম্পায়ার। টসও করা সম্ভব হয়নি এই ম্যাচে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারা আফগানদের টানা দুটি ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। গত বুধবার নিউজিল্যান্ডের সঙ্গেও তাদের মাঠের লড়াইয়ে নামতে দেয়নি বৃষ্টি। ওই ম্যাচটিও ছিল মেলবোর্নে। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ছিল আফগানরা। কিন্তু শেষ পর্যন্ত খেলতে না পারায় হতাশা প্রকাশ করেন দলটির অধিনায়ক মোহাম্মদ নবি। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল আয়ারল্যান্ড। পরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হারিয়ে দেয় তারা ইংল্যান্ডকে। বাড়তি আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে আফগানদের বিপক্ষে লড়াইয়ের অপেক্ষায় ছিল আইরিশরা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের অধিনায়ক অ্যান্ডি বালবার্নির কণ্ঠেও ঝরল আক্ষেপ।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুরে শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪ কর্মী আটক
পরবর্তী নিবন্ধসংক্ষিপ্ত জীবনের মধ্যে চাইলে অনেক কিছুই করা যায়