বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন অস্ট্রেলিয়ায়। গত শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করে প্রায় ২০ ঘণ্টা ভ্রমণ করে শনিবার স্থানীয় সময় রাতে সাড়ে ১০ টার দিকে মেলবোর্নে পৌঁছায় বাংলাদেশ দল। আবহাওয়ার তারতম্যের কারণেই মানিয়ে নেওয়ার জন্য ম্যাচের ৫ দিন আগে মেলবোর্ন যাওয়া জামাল ভূঁইয়াদের। কারন ঢাকা ও মেলবোর্নের তাপমাত্রার অনেক পার্থক্য। ঢাকায় যেখানে ৩০ ডিগ্রি সেখানে অস্ট্রেলিয়ার মেলবোর্নের তাপমাত্রা ১৪ ডিগ্রি। ভ্রমণ ক্লান্তির জন্য গত রোববার দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা খেলোয়াড়দের হোটেলেই জিম আর রিকভারি সেশন করিয়েছেন। তবে গতকাল সোমবার প্রথমবারের মতো মাঠে খেলোয়াড়দের বল নিয়ে অনুীশলন করিয়েছেন কোচ। স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় মেলবোর্নের ইয়ারাভিলে গ্লোরি ফুটবল ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ।
অনুশীলন শেষে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন এখানে আসার দুইদিন পর প্রথমবার অনুশীলন করলাম। বেশ ভালো লাগছে। পুরো দলই অনুশীলন করেছি। আবহাওয়া একটু ঠান্ডা। অনেকেরই ঠান্ডা লেগেছে। যদিও আমি আর তারিক কাজীর কোনো সমস্যা হচ্ছে না। কারন এ রকম আবহাওয়ার সঙ্গে আমরা পরিচিত। এখানে আমাদের খেলা রাত ৮ টায়। ওই সময় আরো ঠান্ডা থাকবে। দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত।’ ঠান্ডার পাশাপাশি অনেক বাতাস মেলবোর্নে। তবে এই বাতাস মাঠে বেশি সমস্যা করবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক । তিনি বরেন এখানে ঠান্ডা ও বাতাস অনেক। তবে এই বাতাস স্টেডিয়ামের মধ্যে তেমন সমস্যা করবে না। যখন বাইরে থাকি যখন কিছুটা সমস্যা করে। মোহাম্মদ ইব্রাহিম প্রথম দিনের অনুশীলনে খুশি। ওভারঅল ভালো অনুশীলন ছিল প্রথম সেশনে। ঠাণ্ডার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। কোচ চাচ্ছেন ঠান্ডার সঙ্গে আমরা যেন দ্রুত মানিয়ে নিতে পারি। বিশ্বের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে আমরা ডিফেন্স কিভাবে ব্লক করবো প্রথম দিনের অনুশীলনে সেটাই করিয়েছেন কোচ।
সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন অস্ট্রেলিয়ার আবহাওয়া আমাদের দেশের মতো নয়। এখানে অনেক ঠান্ডা, অনেক বাতাস। দেখছিলাম যে, বল পায়ে রাখতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছিল। আশা করি সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। প্রথম দিনের অনুশীলনে আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি। অস্ট্রেলিয়ার শক্ত জায়গাগুলোতে ফোকাস করতে চেষ্টা করেছি ছেলেদের।
ছেলেরা সবাই ভালো আছে। মুখিয়ে আছে ভালো কিছু করার জন্য। আগামী ১৬ নভেম্বর এই মেলবোর্নেই স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বিশ্ব ফুটবলে অস্ট্রেলিয়ার অনেক শক্তিশালী দল। তাই তাদের মাঠে গিয়ে ভাল খেলাটাই এখন লক্ষ্য বাংলাদেশ দলের।