প্রফেশনাল মেরিনারদের এফবিসিসিআই অধিভুক্ত সংগঠন ‘মেরিন সার্ভেয়ারস এসোসিয়েশন অব বাংলাদেশ’ এর দ্বিবার্ষিক (২০২১-২০২৩) নির্বাচন সম্প্রতি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন। কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যপ্টেন কাদের-ই কিবরিয়া, ক্যাপ্টেন আমির আহমেদ (ঢাকা অঞ্চল) এবং ক্যাপ্টেন জাহিদুল হক (খুলনা অঞ্চল)। এছাড়া অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। নির্বাচিত বাকি কার্যনির্বাহী সদস্যরা হলেন- ক্যপ্টেন জিল্লুর রহমান ভুঁইয়া, ক্যপ্টেন সালাহউদ্দীন মাহমুদ এবং ক্যাপ্টেন মোজাহারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।