মেরিন সার্ভেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশের ৩০ বছর পূর্তি বর্নাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতী হলে এক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্যাপ্টেন ফসিউর রহমান। প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব মেরিন সার্ভেইংয়ের (ইউকে) প্রধান নির্বাহী পরিচালক মাইক সর্জ, মার্কেন্টাইল মেরিন কার্যালয়ের প্রিন্সিপাল ক্যাপ্টেন সাব্বির মাহমুদ।
অনুষ্ঠানে কর্ণফুলী নদীতে জাহাজ নেভিগেশনের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন নৌ প্রকৌশলী রাশেদুল ইসলাম। পরে ত্রিশ বছর পূর্তি উপলক্ষে ‘বিকন’ নামে একটি আন্তর্জাতিক মেরিন জার্নাল প্রকাশ করা হয়। সেমিনারে ৩৩ জন সিনিয়র মেরিন সার্ভেয়ারদের পেশাগত সার্ভিস অফ এক্সিলেন্ট এওয়ার্ডস প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।







