মেরিন সারভেয়র্স এসোর নতুন কমিটি

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৯:০৩ পূর্বাহ্ণ

মেরিন সারভেয়র্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এফবিসিসিআই অধিভুক্ত) এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের এক সভা সমপ্রতি সংস্থার চট্টগ্রাম কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ক্যাপ্টেন মাহফুজুল ইসলামকে প্রেসিডেন্ট, ক্যাপ্টেন মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে জেনারেল সেক্রেটারি মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ক্যাপ্টেন ফসিহুর রহমান ভাইস প্রেসিডেন্ট, ক্যাপ্টেন মোহাম্মদ এরশাদুল আলম অ্যাসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি, ইঞ্জিনিয়ার মনজুর আহমদ ফাইনান্স সেক্রেটারি, ক্যাপ্টেন আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার অ্যাসিসট্যান্ট ফাইনান্স সেক্রেটারি, ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া, ক্যাপ্টেন মো. তৌহিদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামান কার্যকরী সদস্য।

উল্লেখ্য, সমপ্রতি দেশবিদেশে অবস্থানরত সদস্যদের প্রত্যক্ষ ভোটে অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি স্বাস্থ্য সেক্টরে নিম্নতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের নবীন বরণ