মেরিন ফিশারিজ এসো’র খাদ্যসামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১১:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের উদ্যোগে গতকাল বুধবার পাথরঘাটা ওয়ার্ডের আছদগঞ্জে করোনাকালে সাময়িক বেকার হওয়া গরিব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মেরিন ফিশারিজ এসোসিয়েশানের মহাসচিব মসিউর রহমান চৌধুরী। আছদগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আবু নাসেরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ওসমান হায়দার রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর ও ইদ্রিস আলম। সভায় উপস্থিত ছিলেন কেশব ঘোষ, মহিউদ্দিন শাহজাহান, নাজিম উদ্দিন, মজিবুল হোসেন, মসলিম উদ্দীন, সুজিত সেন, সুব্রত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিসিজেএর ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ইভটিজার আটক, জরিমানা