মেরিন ফিশারিজ একাডেমি এক্স-ক্যাডেট এসোর শোক

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে এফ. ভি মাগফেরাত জাহাজের নিহতদের স্কীপার ক্যাডেট এসোসিয়েশনের সাবেক সদস্য, চীফ অফিসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মেরিন ফিশারিজ একাডেমি এক্স-ক্যাডেট এসোসিয়েশনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ জাহাজের স্কীপার মো. ফারুক বিন আবদুল্লাহ এবং জাহাজের চীফ অফিসার মো. সাইফুল ইসলাম, একই জাহাজের সেকেন্ড অফিসার, কুক, গ্রীজার, একজন সেইলরের পিতা, সী রিসোর্স ডকের ডক সুপারভাইজার সহ ৭ জন নাবিকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেগম গুল নাহার
পরবর্তী নিবন্ধবিশ্ব মান দিবস আজ