নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব🙂 ড. এম সাখাওয়াত হোসেন বলেন, মেরিটাইম সেক্টর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র। আমাদের জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনে মেরিটাইম সেক্টর অনেক বড় ভূমিকা রেখে যাচ্ছে। মেরিন ক্যাডেট ও রেটিংসরা দেশি–বিদেশি জাহাজে চাকরি করে বিপুলসংখ্যক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন। আমাদের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের ভূমিকা অপরিসীম। ক্যাডেটরা আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতাসহ উন্নত প্রশিক্ষণ প্রদানে পদক্ষেপ গ্রহণ করতে হবে। গতকাল সোমবার সকাল ১০টায় মেরিন একাডেমি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, এটি হলো মাদার অব মেরিন একাডেমি। তাই এটার স্ট্যান্ডার্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু বিষয়ে অসঙ্গতি রয়েছে। সে সব বিষয় নিয়ে আমরা কাজ করবো। তাছাড়া এখানে বিভিন্ন সেক্টরে কাজের গুণগত মান বাড়ানোর বিষয়ে মেরিন একাডেমির সাথে আবারও বসবো। এসময় দক্ষ মেরিনাররা ২০২২ সালের পর বিদেশ গিয়ে কেন দেশে ফেরত আসতে না চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দেশে দক্ষ মেরিনাররা কেন বিদেশ গিয়ে দেশে আসছে না, কি বিষয়ে সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করেছি। যে বিষয়টি বুঝতে পেরেছি সেটা হলো আমাদের ভালো স্কিলের জন্য ভালো ইনভেস্ট করতে হবে। এ বিষয়টি আমরা চিন্তা করতেছি, আমি মেরিন একাডেমির এসব বিষয় নিয়ে কাজ করবো, চেষ্টা করবো আমার সাধ্য মতো এসব বৈষম্য দূর করতে। আমি দেশপ্রেমের পাশাপাশি মেরিনারদের ভালো ইনভেস্টমেন্টও প্রয়োজন আছে মনে করি। তিনি একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সী–ফেয়ারার্স মেমোরিয়ালের পাশে বৃক্ষরোপণ করেন, পরে বাংলাদেশ মেরিন একাডেমি আধুনিকীকরণ শীর্ষক প্রকল্পের চলমান কাজ ও লাইব্রেরী ও সিমুলেটর পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী, কে এস আর এম–এর ব্যবস্থাপনা পরিচালক নৌপ্রকৌশলী মেহেরুল করিম, চবক সদস্য ওমর ফারুখ, বিএসসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, নৌ বাণিজ্য দপ্তরের ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজী, বিএসসির জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান, ক্যাপ্টেন গোলাম সোহরাওয়ার্দী, ক্যাপ্টেন হাবিবুর রহমান, ক্যাপ্টেন জিল্লুর রহমান, নৌ প্রকৌশলী মাহমুদুন নবী, নৌ প্রকৌশলী হারুন অর রশিদ প্রমুখ।