মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন

সভাপতি ইলিয়াছ সেক্রেটারি মুনছুর

| মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ মেরিন কনন্ট্রাক্টর এসোসিয়েশনের (বিএমসিএ) প্রথম দ্বি-বার্ষিক (২০২১-২৩) নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ ইলিয়াছ। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মুনছুর আলম।
বাণিজ্য মন্ত্রণালয়ের টি ও শাখার নির্দেশনায় বাংলাদেশ মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশনের এই নির্বাচন গত ৩০ এপ্রিল বন্দর থানাধীন গোসাইলডাঙ্গাস্থ এসোসিয়েশন কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় গত ৫ মে। নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি আবু ছায়েদ, আবদুল মান্নান, মো. রবিউল হোসেন (বাবু), যুগ্ম-সাধারণ সম্পাদক অঘোর কুমার সিংহ (স্বপন), সাংগঠনিক সম্পাদক আকবর তালুকদার, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার- প্রকাশনা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইলিয়াস, নির্বাহী সদস্য হারুন-অর-রশীদ, মো. এনামুল হক পান্না, জাহাঙ্গীর হোসেন ও জাকির হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশের সমুদ্র বন্দরে (চট্টগ্রাম, মোংলা ও পায়রাসহ) আমদানি-রপ্তানি পণ্য নিয়ে আগত ও অবস্থানরত দেশি-বিদেশি জাহাজের প্রয়োজনীয় চাহিদা মেটাতে আন্তর্জাতিক নিয়মানুযায়ী জাহাজে সেবা প্রদানকারী ভেন্ডর/ মেরিন কন্ট্রাক্টরদের সমন্বয়ে বাংলাদেশ মেরিন কন্ট্রাক্টর এসোসিয়েশন গঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক টাকায় ঈদের কাপড়
পরবর্তী নিবন্ধরিমান্ড শেষে মামুনুল রফিকুল কারাগারে