আনোয়ারায় অবস্থিত মেরিন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়।
গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পরিচ্ছন্নতা অভিযান, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং মো. আব্দুর নূর তুষারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফাহমিদা সুলতানা, বাপ্পি পাল, কানন রানী,ফারহানা নিশাত রায়হান, তপতী রানী দে,রুমানা জাহান, আছিয়া বেগম ও অভিভাবক মোহাম্মদ নেজাম উদ্দিন।শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।