বাংলাদেশ মেরিন একাডেমি পরিচালিত মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর। বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি খালিদ মাহমুদ। উপস্থিত ছিলেন শিক্ষক শামছুন নাহার, আনোয়ার হোছাইন, রাসেদুল ইসলাম, যুবরাজ চন্দ্র দাস, জামাল উদ্দিন চৌধুরী, নুর জাহান বেগম, বিপুলা বাডৈ, বদিউল আলম, মো. ইলিয়াছ, বিবি রহিমা, কোহিনুর আক্তার, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসেন, মো. মোরশিদ মোড়ল, হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।