মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৫০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সকালে মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষিকা রাজলক্ষ্মী সরকার ও জয়িতা চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি খালিদ মাহমুদ, বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাপ্টেন মোহাম্মদ মোজাহেদুল ইসলাম, বাংলাদেশ মেরিন একাডেমির মেরিন প্রকৌশলী আজিজুর রহমান, বাংলাদেশ মেরিন একাডেমির মেরিন প্রকৌশলী মো.শহীদুল্লাহ, ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, নৌ প্রকৌশলী মো. আতিকুর রহমান, নৌ প্রকৌশলী গোলাম মোস্তফা। পুরস্কার বিতরনী সভাশেষে মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক কাজী নাঈম উদ্দীনের লিখা এ বার আমি সফল হব বইটির মোড়ক উম্মোচন করেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে ফুটবলে মাতলেন তামিম-মুশফিক-রিয়াদ-মিরাজ
পরবর্তী নিবন্ধস্পোর্টিফাই-সাউদার্ন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন