মেরিন একাডেমি পরিদর্শনে আইএমও মহাসচিব

‘নিরাপদ সমুদ্রযাত্রা ও সমুদ্র দূষণ কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ’

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো। গতকাল শনিবার সকালে তিনি মেরিন একাডেমি পরিদর্শনে আসেন।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুর। প্যারেড গ্রাউন্ডে সাদা পায়রা উড়িয়ে অতিথিরা অনুষ্ঠানের উদ্ভোধন করেন। এ সময় ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ও অতিথিরা এনএমআই, ফিশারিজ একাডেমি ও মেরিন একাডেমির ক্যাডেটদের সমন্বয়ে গার্ড অব অনার, কুচকাওয়াজ পরিদর্শন, সিফেয়ারার মেমোরিয়ালে পুষ্পস্থবক অর্পণ, প্যাট্রেয়টিক হিলে বৃক্ষরোপণ, প্রশিক্ষণ স্থাপনা পরিদর্শন করেন।

দুপুরে এ্যাডজুটেন্ট নৌপ্রকৌশলী গোলাম মোস্তাফার পরিচালনায় মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুরের সভাপতিত্বে একাডেমির অডিটোরিয়ামে ‘এঙিলেন্স ইন মেরিটাইম লিডারশিপ’ শীর্ষক সেমিনারে ‘ডব্লিউএমইউ’ ও ‘আইএমএলআই’ গ্র্যাজুয়েট কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সবশেষে অফিসার্স ক্লাবে কেক কাটা ও ভিজিটর্স বুকে স্বাক্ষর, ক্রেস্ট ও গিফট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপচিালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমডোর মাসুদুল করিম ছিদ্দিকী, এয়ারম্যান ট্রেনিং ইন্সটিটিউটের কমান্ড্যান্ট এয়ার কমডোর রহিম মাহমুদ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের মেরিটাইম কাউন্সিলর ক্যাপ্টেন কাজী এবিএম শামীম, নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, বাংলাদেশ মাচেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. এনাম চৌধুরী, প্রকৌশলী মো. গোলাম সরওয়ার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আইএমও’র ‘সি’ ক্যাটাগরির নির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে আইএমওএর সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিরাপদ সমুদ্রযাত্রা ও সমুদ্র দূষণ কমানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজকের ক্যাডেটরা আগামী দিনের নৌসেক্টরের আলোকবর্তিকা। বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডাররা অত্যন্ত সুনমের সাথে দেশিবিদেশি জাহাজে কর্মরত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অজর্নের পাশাপাশি বাংলাদেশকে নৌনেতৃত্বের মাধ্যমে আর্ন্তজাতিক পরিমন্ডলে পরিচয় উজ্জ্বল করে তুলেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ড. সাজিদ হোসেন, আতিকুর রহমান, খালিদ মাহমুদ, ফিরোজ মোস্তাফা, লে. কমা. কাজী ইফতেখার হোসেন, হিমু বড়ুয়া, সাব্বির আলম চৌধুরী, আতিকুর রহমান চৌধুরী, সজল আহমেদ, আজিজুর রহমান, মোজাহেরুল ইসলাম, গৌতম দাশগুপ্ত, শফিকুল আলম, আসাদুজ্জামান, জিন্নাত আরা নাছরিন, মাহমুদ মিয়া, খায়রুল বাশার, আনোয়ারুল ইসলাম, আবু সাদত আমানুল্লাহ, প্রকাশ চন্দ্র দে ও মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে কমিউনিটি হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধযারা মানুষের কল্যাণে কাজ করেন তারাই মহৎ : পার্বত্য প্রতিমন্ত্রী