মেরিন একাডেমিতে সন্ধানীর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

‘মেরিন ব্লাড ফর লাইফ’-শিরোনামে বাংলাদেশ মেরিন একাডেমির আয়োজনে এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় গতকাল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ মেরিন একাডেমির ১২৯ জন ক্যাডেট ও কর্মকর্তা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির চিফ কমান্ডেট ড. সাজিদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে ক্যাডেটদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. শুভ্র প্রকাশ দত্ত। আরও বক্তব্য রাখেন মেরিন ইঞ্জিনিয়ার কমান্ডেট ড. সাজিদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা জানান, গত ৫ বছর ধরে বাংলাদেশ মেরিন একাডেমি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে। ২০১৯ সালে রক্তদানের পরিমাণ ছিল ২২২ ব্যাগ, ২০১৮ সালে ৯৭, ২০১৭ সালে ৯৮ ব্যাগ এবং ২০১৬ সালে ছিল ১৭৩ ব্যাগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাসাস মহানগর শাখার ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি
পরবর্তী নিবন্ধহিন্দু ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান