বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে গত বৃহস্পতিবার বিশ্ব নৌ–দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে একাডেমির অডিটোরিয়ামে নেভিগেটিং দ্যা ফিউচার; সেইফটি ফার্স্ট শীর্ষক বিশেষ ক্যাডেট‘স টক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো. ইবনে কায়সার তৈমুর।
উপস্থিত ছিলেন ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আতিকুর রহমান, নৌ–শিক্ষা প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোন্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, অ্যাডজুটেন্ট মেরিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বেগম জিন্নাত আরা নাছরীন, এম রফিকুল ইসলাম, এম হাবিবুর রহমান, এম নাজিম উদ্দিন, এস এম মাসুদ রানা, রাজেশ বড়ুয়া, এল এম পিয়াস ইমাম, উর্মী কুন্ড, মোহাম্মদ নেজাম উদ্দিন ও মো. গোলাম হাফিজ। প্রধান অতিথি প্রতিযোগিতায় ১ম স্থান বিজয়ী জেসি মিফতাহুল ইসলাম, ২য় স্থান বিজয়ী এসসি মো. রায়হান ইসলাম ও ৩য় স্থান বিজয়ী এসসি মো. তামিমুর ইসলাম অনন্তকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান শেষে এক র্যালি একাডেমির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিকালে মেরিন একাডেমিতে প্রশিক্ষণরত ক্যাডেটদের অংশগ্রহণে ‘ মেইক রুম ফর লাইফ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ওশান সাসটেইনাবিলিটি ক্লাব, এঙিলারেট এনার্জি ও বাংলাদেশ মেরিন একাডেমির উদ্যোগে পার্কি সমুদ্র সৈকতে বিচ ক্লিন আপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিচ ক্লিনিং ও সচেতনতামূলক প্রচারাভিযানে ওশান সাসটেইনাবিলিটি ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা পর্যটক ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্য বলেন, সৈকত পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। সৈকত পরিষ্কার–পরিচ্ছন্ন না রাখতে পারলে পর্যটক আসবে না। আর পর্যটক না আসলে কর্মসংস্থানের সুযোগও বাড়বে না। আমাদের জীবন বাচাঁতে হলে সৈকতকে বাচাঁতে হবে।