নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের এস আলম বাস ডিপোর সামনের রাস্তা এলাকা থেকে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে চারটি টিপ ছোরা উদ্ধার করা হয়। পাঁচ ছিনতাইকারী হলেন, টেকনাফের মো. আব্দুর রহিম, ভোলার নুর হোসেন, নগরীর সদরঘাটের মো. ইব্রাহীম, মো. তুষার ও কুমিল্লার মো. রানা। গতকাল ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে নগরীর মেরিনার্স রোড, পুরাতন ফিশারীঘাট, ব্রীজঘাট, ফিরিঙ্গীবাজার মোড়, নিউ মার্কেট মোড় ও পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রী ও পথচারী লোকজনদেরকে টার্গেট করে মোবাইল সেটসহ বিভিন্ন দামী জিনিসপত্র ছিনিয়ে বা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন।
এ বিষয়ে আমরা তথ্য পেলে অভিযান পরিচালনা করি এবং পাঁচজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












