নগরীর কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডের এস আলম বাস কাউন্টারের বিপরীত পাশ থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. মিজানুর রহমান (২৮) জয়পুরহাটের মো. সুজাউল সলামের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, কোতোয়ালী থানাধীন এলাকা থেকে সিআরবি ফাঁড়ির পুলিশ অভিযান চালিতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ওইব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।