কক্সবাজারের উখিয়া মেরিনড্রাইভ সড়কের পাশ থেকে পরিচয় না জানা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উখিয়া ইনানীর হোটেল রয়েল টিউলিপের আশপাশের এলাকা থেকে লাশটি উদ্ধার করে ইনানী পুলিশ ফাঁড়ি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।