মেরিডিয়ান কোহিনূর সিটির যাত্রা শুরু হবে ৩০ জানুয়ারি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামবাসীর শপিং ও বিনোদনের অভিজ্ঞতায় নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে মেরিডিয়ান হোল্ডিংসের সিগনেচার প্রজেক্ট মেরিডিয়ান কোহিনূর সিটি। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) নগরীর দামপাড়ায় অবস্থিত অত্যাধুনিক এই শপিংমলটির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ উপলক্ষে গতকাল বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মেরিডিয়ান কোহিনূর সিটি একটি ২৩ তলা বিশিষ্ট মিক্সড ইউজড বিল্ডিং। যার প্রথম থেকে দশম তলা পর্যন্ত থাকছে সুবিশাল শপিংমল এবং এগারো থেকে তেইশ তলা পর্যন্ত লাক্সারি হোটেল তৈরি করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের প্রাইম লোকেশনে অবস্থিত মেরিডিয়ান কোহিনূর সিটি আধুনিক স্থাপত্যশৈলী ও আন্তর্জাতিক মানের সুযোগসুবিধার সমন্বয়ে নির্মিত একটি পূর্ণাঙ্গ শপিং, এন্টারটেইনমেন্ট ও লাইফস্টাইল ডেস্টিনেশন।

মলটিতে রয়েছে সুপ্রশস্ত ডাবল অ্যাট্রিয়াম, দুইটি এস্কেলেটর, পাঁচটি লিফট, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য সুবিশাল ড্রপঅফ এরিয়া এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা। জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ভবনে রয়েছে তিনটি জরুরি বহির্গমন সিঁড়ি, সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা, আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, যা যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সমাধান দিতে সক্ষম।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শপ, ফান, রিলাক্স এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামবাসীর দৈনন্দিন জীবনের নতুন গন্তব্য হয়ে উঠতে যাচ্ছে মেরিডিয়ান কোহিনূর সিটি। একই ছাদের নিচে সব বয়সী ক্রেতাদের জন্য থাকছে দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ শোরুম ও আউটলেটসমূহ। শিশুদের বিনোদনের জন্য রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় কিডস প্লেজোন বাবুল্যান্ড। গ্লোবাল এক্সপেরিয়েন্স দিতে থাকছে সিঙ্গাপুরভিত্তিক সুপার মার্কেট মোস্তফা মার্ট। এছাড়াও বৈচিত্র্যময় খাবারের অভিজ্ঞতা দিতে থাকছে আন্তর্জাতিক মানের ফুডকোর্ট টেস্ট টার্মিনাল, যেখানে উপভোগ করা যাবে নানা দেশের নানান স্বাদের খাবার।

সংবাদ সম্মেলনে মেরিডিয়ান গ্রুপের চেয়ারপার্সন কোহিনুর কামাল বলেন, মেরিডিয়ান চট্টগ্রামের যাত্রা করেছে ১৯৯২ সালে। এই দীর্ঘ পথ পরিক্রমায় চট্টগ্রামবাসীর চাহিদার কথা বিবেচনা করে কোহিনূর সিটি তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের ডিরেক্টর আকিব কামাল, সিইও শান্তনু বড়ুয়া, মেরিডিয়ান হোল্ডিংসের সিওও মোহাম্মদ ফাহিম, মেরিডিয়ান কোহিনুর সিটির এডভাইজার আসাদ ইফতেখার ও ব্যবসায়ীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় উন্নয়ন ও সুশাসনের বার্তা নিয়ে মাঠে জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিম
পরবর্তী নিবন্ধফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ও স্নুকারের প্রীতি ম্যাচে চিটাগাং ক্লাবের জয়