মেরিডিয়ান কোহিনূর সিটির দোকান হস্তান্তর শুরু

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

নগরীর মেরিডিয়ান কোহিনূর সিটির দোকান হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। গত ২৬ জুলাই প্রথম পর্যায়ে দোকান মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে দোকানের চাবি তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে মেরিডিয়ান কোহিনূর সিটিতে শপ হ্যান্ডওভার সেরোমনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা, পরিচালক আকিব কামাল, চিফ এক্সিকিউটিভ অফিসার শান্তনু বড়ুয়া এফসিএ, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফাহিম, জেনারেল ম্যানেজার মেজর (অব.) মুহাম্মদ নূরুল আবছার, হেড অব সেলস খুরশীদ আলমসহ মেরিডিয়ান কোহিনূর সিটির দোকান মালিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রতীকী চাবি হস্তান্তরের মাধ্যমে বিনিয়োগকারীরা এখন নিজ নিজ দোকানে বাবসায়িক কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় সাজসজ্জার প্রস্তুতি নিতে পারবেন। উল্লেখ্য, মেরিডিয়ান হোল্ডিংসের দুই দশকের অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতে নির্মিত মেরিডিয়ান কোহিনূর সিটি একটি সর্বাধুনিক অলইনওয়ান এক্সপেরিয়েন্স মল, যেখানে এক ছাদের নিচে থাকছে শপিং আউটলেট, রেস্টুরেন্ট, বিনোদন, শিশুদের খেলার জোন, ফুডকোর্ট এবং চার তারকা মানের হোটেল মেরিডিয়ান স্কাইলাক্সসহ আধুনিক জীবনযাপনের সকল সুবিধা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজুক অবস্থায় নোয়াপাড়া-কাগতিয়া সড়ক
পরবর্তী নিবন্ধশাহ আমানতে ১০ লাখ টাকার সিগারেট ও পাকিস্তানি ডিউ-ক্রিম জব্দ