মেরিডিয়ান ইন্টিগ্রেটেড ফার্ম পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত

| শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৯:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন এবং ট্রেড কাউন্সিলর আলী মুস্তাক বাট গত ২২ নভেম্বর মেরিডিয়ান হ্যাচারি ও অ্যাকুয়াকালচার ইন্টিগ্রেটেড ফার্ম পরিদর্শন করেছেন। এ সময় তিনি মেরিডিয়ান গ্রুপের চেয়ারপার্সন কোহিনুর কামালের সাথে চাষীদের জীবনমান উন্নয়ন, গুণগত মানের পোনা উৎপাদন, খামারীদের পোস্ট হারভেস্ট লস কমানো ও উচ্চ মূল্য প্রাপ্তিতে সহায়তা করাসহ মেরিডিয়ান এগ্রো কর্তৃক উৎপাদিত আম, ড্রাগন ফল, অফসিজন আম, অ্যাভাকাডো, কাজুবাদাম এবং রাবার উৎপাদন সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মেরিডিয়ান কর্তৃক প্রায় ৫০০০ (পাঁচ হাজার) প্রান্তিক চাষীকে মাছ ও ফল উৎপাদনে সহায়তা প্রদানের বিষয়ে অবহিত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল এবং মেরিডিয়ান হ্যাচারি ও অ্যাকুয়াকালচার ইন্টিগ্রেটেড ফার্মের হেড অব অপারেশন হাছানুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে পিকআপ উল্টে পথচারী বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধইভটিজিংয়ের দায়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে ৬ মাসের কারাদণ্ড