নৌ–পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত। তাই প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগত মান অব্যাহত রাখতে হবে। তিনি গতকাল মঙ্গলবার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচের রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, এ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিংগণের মধ্য থেকে বহু সংখ্যক নাবিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন পদে দক্ষতার সাথে পেশাগত কাজ করে যাচ্ছেন। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগতমান বজায় রাখার বিষয়টি নৌ–পরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি মাইলস্টোন স্কুল ও কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী মোহাম্মদ শহিদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে কমডোর মোহাম্মদ শফিউল বারী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে দেশের সামরিক–বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, দেশি ও বিদেশি জাহাজ মালিক এবং এজেন্টদের প্রতিনিধি, শিক্ষক–শিক্ষার্থী সরকারি কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৭তম ব্যাচ ও মাদারীপুরের ১৬তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৩০৭ জন অংশ নেন। সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।