মেরাজের মাধ্যমে সৃষ্টির রহস্য উন্মোচন করা হয়

পতেঙ্গায় মাহফিলে সৈয়দ সাইফুদ্দীন আহমদ

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, মেরাজের মাধ্যমে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের (দ.) কাছে সৃষ্টির রহস্য উন্মোচন করেছেন। আল্লাহ পাকের বিশাল সৃষ্টিরাজির রহস্য জেনে মহানবী (দ.) মানবজাতিকে নাজাতের দিশা ও পথনির্দেশনা প্রদান করেছেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে ঈদে মিলাদুন্নবী (দ.), ঈদে মেরাজুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত ১৫তম আজিমুশশান ইসলামী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পতেঙ্গা স্টিল মিলস বাজার হাউজিং কলোনি মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন উত্তর পতেঙ্গার সাবেক চেয়ারম্যান জাগির আহমেদ। অতিথি ছিলেন পতেঙ্গা মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ ও হাজী আবদুল মান্নান।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের আল্লামা মুফতি বাকি বিল্লাহ আযহারী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা সোলাইমান আলী রজভি, মাওলানা এহছানুল হক আলকাদেরী। মিলাদ কিয়াম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যাণ কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজের দৃষ্টিভঙ্গি এবং নারীর সমাজ বদলের ভাবনা..
পরবর্তী নিবন্ধএজহারুল ফয়েজ চৌধুরীর স্ত্রীর ইন্তেকাল