ভালোবাসা দিবস উপলক্ষে এবার ‘উড়ে উড়ে যায় মন আকাশে/ কিছু কথা উড়িয়েছি বাতাসে/ তুই সাজিয়ে দে, তুই গুছিয়ে দে আমার এ মন টাকে’- এমন কথার ‘উড়ে উড়ে যায় মন’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হলেন ‘তুই ভালো না’ খ্যাত সংগীতশিল্পী মেরাজ তুষার। গত শনিবার গানটি বাংলাএঙপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানের কথা ও সুর করেছেন মাসুদ আহমেদ। মিঙিং মাস্টার করেছেন নির্ঝর মাঙক। নৃত্য পরিচালনায় আর এইচ জামান। গানটির ভিডিও পরিচালনা করেছেন বাংলাএঙেপ্রেস ফিল্মস এর কর্নধার সাইফুল আলম চৌধুরী। চিত্রগ্রহণে ছিলেন সোহাগ খান। ভিডিওতে অভিনয় করেছেন মারুফ খান ও মালিহা সিনিন। নতুন এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী মেরাজ তুষার। তিনি বলেন, গানটি বেশ ভালো। সেই সাথে এর মিউজিক ভিডিওটিও চমৎকার হয়েছে। আশা করছি আগের গানগুলোর মতো এ গানটিও সবাই ভালোভাবে গ্রহণ করবে। এ গানের মধ্য দিয়ে পরিচালকের খাতায় নাম লেখালেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘বাংলাএঙপ্রেস ফ্লিমস’ এর কর্ণধার সাইফুল আলম চৌধুরী। তিনি বলেন, গানটির ভিডিও ধারণ করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে; কম বাজেটে ভালো কাজ করা সম্ভব। মাত্র একদিনে গানটির শুটিং শেষ করেছি। দেখে মনে হবে একটি সিনেমার গান।