জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর চকবাজারস্থ মেরন সান স্কুল এন্ড কলেজ হলে ‘বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয় নবী মুহাম্মদ (দ.)’ বিষয়ক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ভাইস প্রিন্সিপাল শিহাব ইকবালের সভাপতিত্বে এবং নিষ্ঠা ফাউন্ডেশনের ট্রাস্টি এম এ সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও চবির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল রাজেশ কান্তি পাল। মুখ্য আলোচক বলেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার, সামাজিক অবক্ষয়, হিরোইজম, বিজাতীয় অপসংস্কৃতির কারণে যুবসমাজের বড় একটি অংশ বিপথগামী হচ্ছে। কিশোর গ্যাংসহ বিভিন্ন গ্রুপে যুগ দিয়ে কম বয়সে খুন খারাবির মত অপরাধে জড়িত হয়ে যাচ্ছে। শিক্ষিতের হার বাড়লেও আলোকিত মানুষ সৃষ্টি হচ্ছে না। শিক্ষাখাতে বরাদ্দ বাড়লেও সুশিক্ষিত ও নৈতিকতা সম্পন্ন মানবসম্পদ তৈরি হচ্ছে না।
ফলে অর্থনীতি সহ নানা খাতে উন্নয়ন সত্ত্বেও সামাজিক জীবনে অশান্তি, অস্বস্তি ও অনিরাপত্তা বিরাজ করছে। এমন অবস্থা থেকে উত্তরণের উপায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (দ.) জীবনাদর্শের অনুসরণ। তাই নিষ্ঠা ফাউন্ডেশন উক্ত শিরোনামে স্কুল-কলেজ ক্যাম্পেইন শুরু করেছে।
আলোচনা শেষে উপস্থিত বক্তব্যের আলোকে একটি লিখিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক রহমতউল্লাহ আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম, জনাব মুহাম্মদ রিয়াদ, সুপর্ণা বিশ্বাস, জয়শ্রী রানী দাশ, দেবাশীষ বড়ুয়া, শায়লা রহমান ও নিষ্ঠা ফাউন্ডেশনের আজীবন সদস্য আবু বকর সিদ্দিক। প্রেস বিজ্ঞপ্তি।