জার্মানির নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে বিদায়ী সরকারের মেয়াদ শেষ হয়েছে। এতে করে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের যুগ আনুষ্ঠানিকভাবে শেষ হলো। তবে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করা পর্যন্ত কার্যনির্বাহী চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা মেরকেল ক্ষমতায় থাকবেন।
স্থানীয় সময় মঙ্গলবার রেকর্ড সংখ্যক সদস্য নিয়ে জার্মানির সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগের নতুন যাত্রা শুরু হয়েছে। ফেডারেল জার্মানির ইতিহাসে তৃতীয় নারী হিসেবে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন এসপিডি দলের বেয়ার্বেল বাস। খবর বাংলানিউজের।
মঙ্গলবার ৭৩৬ জন সংসদ সদস্য দায়িত্ব গ্রহণ করেন। গতবারের তুলনায় ১৪০ জন বাড়তি সংসদ সদস্যের কারণে জার্মানির করদাতাদের ওপর বছরে ১০ কোটি ইউরোর বোঝা চাপবে বলে করতাদাদের সংগঠন হিসাব করেছে। এসব ব্যস্ততার মাঝে আঙ্গেলা মেরকেলের উপস্থিতি সহজে চোখে পড়ার মতো ছিল না। দীর্ঘ ১৬ বছর ধরে চ্যান্সেলর এবং তিন দশকেরও বেশি সময়জুড়ে সংসদ সদস্য থাকার পর তিনি এবার নির্বাচনে দাঁড়াননি। তাই বুন্ডেসটাগে ভিআইপি দর্শকের আসনে বসেই তিনি সব আনুষ্ঠানিকতা পর্যবেক্ষণ করেন।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে বিদায়ী সরকারকে বিদায় জানান। মেরকেলসহ মন্ত্রিসভার সদস্যদের অব্যাহতি দিয়েছেন তিনি। দেশের কঠিন সময়ে চালকের আসনে মেরকেলের ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান প্রেসিডেন্ট। বিশেষ করে করোনা মহামারির সময় মেরকেল সরকারের পদক্ষেপের উল্লেখ করেন তিনি। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত হেলমুট কোল পাঁচ হাজার ৮৭০ দিন জার্মান চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন। ১৯ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলে মেরকেল সেই রেকর্ড ভাঙতে পারবেন।