মেয়ের বিয়ে সম্পর্কে বাবা মার উদ্দেশ্য কিছু কথা

নোহা নেছার অন্নি | মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সম্প্রতি সময়ে দুষ্ট ছেলেটা হাতে যৌতুকের জন্য মেহেদী রং শুকনো হওয়ার আগে মেয়েটা অকাল মৃত্যুতে সোশাল মিডিয়াতে তীব্র প্রতিবাদে তোলপাড়! কারণ আমরা মা বাবারা মেয়ের বিয়ে প্রস্তাব আসার আগে ছেলের পরিবার অতি লোভী কিনা? ছেলের চরিত্র কী রকম? একজন ছেলের ভালো খারাপ ছেলের সঙ্গীরা তাঁর চরিত্র সমন্ধে বেশি জানবে। আমরা মা বাবারা সামাজিকভাবে গোপনে একটা ছেলের পরিবার লোভী আর ছেলে চরিত্র ঠিক কিনা যেনে নিই না। বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে, দেখে নিন বিল্ডিং এর মানুষগুলো মানুষ কি না। একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে না শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। মেয়ের জন্য যখন কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। তখন আপনি দেখেন ছেলের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স। অথচ এই কথাটি একটিবারের জন্য চিন্তা করেন না। ছেলেটি মদ খায়, না গাজা খায়, না হিরোইন খায়, কিম্বা ইয়াবার সাথে সম্পর্কিত। ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে মেয়েটাকে বিয়ে দেন। বিয়ের পর কিছুদিন যেতে না যেতে, মেয়েটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তাই মাবাবাদের বলছি টাকা পয়সা প্রকৃত সুখ না। মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটা সম্পর্কে যাচাইবাছাই করে নিন। ছেলেটার যোগ্যতা, সততা, রাষ্ট্রের বিরুদ্ধে কিনা, জঙ্গি আদর্শ কিনা, কর্মঠ এবং ধার্মিক পুরুষ কিনা। দালান কোটা টাকা পয়সা হলেই আপনার মেয়েকে যে সুখে রাখবে বিষয়টা এরকম না। মনে রাখবেন, একটা কথা। মেয়েরা সুখি হয় তার স্বামীর হৃদয়ের প্রচুর ভালোবাসায়। দালান কোটা, কোটি কোটি টাকার ধন সম্পত্তিতে সুখি হওয়া যায় না।

পূর্ববর্তী নিবন্ধসুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন
পরবর্তী নিবন্ধবৃষ্টি শেষে