মেয়ের চোখে বাবা ‘আইডল’

মীনহার সুলতানা নিকা | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

বাবা শব্দটা দুই অক্ষরবিশিষ্ট; কিন্তু এর ভেতরে সীমাহীন গহিনে রয়েছে হৃদয়ের স্পন্দন। বাবা নামে মানুষটা বটবৃক্ষের মতো। যে বৃক্ষের ছায়া সন্তানের জন্য একমাত্র অবলম্বন। জীবনের সব কিছু থেকে বাঁচিয়ে রাখে। সন্তান দৃঢ়বিশ্বাসের সঙ্গে শক্তি সাহস ভরসা পায় যার কাছে থেকে তিনি হলেন বাবা। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আদর, স্নেহ, ভালোবাসা, আস্থা, ভরসা, বিশ্বস্ততা আর পরম নির্ভরতার নাম বাবা। বাবামেয়ের সম্পর্কটাই আলাদা, পৃথিবীর সব সম্পর্ক থেকে একটু বেশিই আলাদা, বিশেষ। সম্পর্কটা ভয়শ্রদ্ধানির্ভরতার মিশেল। মেয়ের চোখে বাবা ‘আইডল’। স্ত্রীকে চাকরি করতে দেননি কিন্তু কর্মজীবনে মেয়ের সাফল্যে গর্বিত বাবার সংখ্যা বাংলাদেশের সমাজে কম নয়। মেয়েদের বাবা না থাকলে জীবনটা কঠিন হয়ে যায়। বাবা মানে হার না মানা এক যোদ্ধা। বাবা হলেন ভালোবাসাময়। একজন মেয়ের জীবনে বাবা হয় শেষ ভরসাস্থল। বাবা এক অপ্রকাশিত ভালোবাসা। প্রতিটা সার্থক, স্বাবলম্বী মেয়ের একজন বাবা আছেন যে তার মেয়েকে বিশ্বাস করেন, সমাজকে নয়।

পূর্ববর্তী নিবন্ধমহল্লা ভিত্তিক শালিশী বোর্ড গঠন করা হোক
পরবর্তী নিবন্ধস্মৃতিতে মাহাতা-পাঠনীকোঠা আর্দশ উচ্চ বিদ্যালয়