মেয়েদের হকিতে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

জয় দিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) অনূর্ধ্ব২১ নারী টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে গতকাল নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫৪ গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে ১০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ১১ করে। থাইল্যান্ড আবার ২১ গোলে এগিয়ে গেলে বাংলাদেশ সমতা ফিরিয়ে ৩২ গোলে এগিয়েও যায়। তৃতীয় কোয়ার্টার শেষ হয় ৪৪ গোলে। শেষ কোয়ার্টারে পঞ্চম গোল করে দলের জয় নিশ্চিত করেন বাংলাদেশের কনা আক্তার। বাংলাদেশের বাকি ৪ গোলের একটি করে করেছেন ইমা ও ফাতেমা। মিডফিল্ডার অর্পিতা পাল করেছেন ২ গোল। ৭ দলের মেয়েদের বিভাগে লিগভিত্তিক খেলা হচ্ছে। যেখানে বাংলাদেশের সঙ্গী চায়নিজ তাইপে, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও শ্রীলংকা।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামাল স্মৃতি কারাতে প্রতিযোগিতায় দিয়া দে’র স্বর্ণ পদক লাভ
পরবর্তী নিবন্ধতানসীর-রিমার হাতে টেনিসের রেকেট