পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির বাধা কাটিয়ে টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশের ছেলেরা। তাদের সিরিজ হারিয়েছে ২–০ ব্যবধানে। একই সময়ে পাকিস্তানে ‘এ’ দলের ওয়ানডে সিরিজের তিন ম্যাচের দুটিই ভেসে গেছে বৃষ্টিতে। এর মধ্যে মেয়েদের ক্রিকেটেও বৃষ্টি বাগড়া দিয়েছে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দলের দুই ম্যাচ ওয়ানডের প্রথমটি হওয়ার কথা ছিল গতকাল রোববার। কিন্তু পানাগোডার আর্মি গ্রাউন্ডসে ম্যাচটি হতে পারেনি বৃষ্টির জন্য। সকাল থেকে বৃষ্টি আর পরে মাঠ ভেজা থাকায় টস হয়নি। দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কথা। সিরিজের পরের ওয়ানডেটি হওয়ার কথা রয়েছে কাল মঙ্গলবার। এরপর হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ১২ সেপ্টম্বর প্রথম ম্যাচটি হওয়ার কথা রয়েছে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে হবে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে।