নগরের মধ্যম হালিশহরে চার প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও রানা দেবনাথের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
অভিযান সম্পর্কে মো. আনিছুর রহমান বলেন, নগরের মধ্যম হালিশহরে নিউ মডেল ফুড নামে এক বেকারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করা, মেয়াদ থাকা অবস্থায় প্যাকেটজাত পাউরুটির মধ্যে ফাংগাস ও ছত্রাক পড়ে থাকা ও মেয়াদোত্তীর্ণ বিস্কুটের প্যাকেটে পুরাতন স্টিকারের ওপর নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রির কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও খান মেডিকেল হলে এমআরপি কেটে বেশি দামে এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্যাফে আম্মাজান রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদবিহীন দধি বিক্রি ও বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বপ্ন নীল স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করা, বেচাকেনার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব দোকানে জরিমানা আদায় করে ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ সংঘটিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।