মেয়াদোত্তীর্ণ প্রসাধনীতে নতুন মোড়ক লাগিয়ে বিক্রি, জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নগরী জিইসি মোড় এলাকায় মুন’স গ্যালারি নামে একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর মোড়কের ওপর নতুন মোড়ক লাগিয়ে বেশি দামে বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের গতকাল সকালে চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান এবং মাহমুদা আক্তার।

অভিযানের বিষয়ে আনিছুর রহমান বলেন, মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর মোড়কের উপর নতুন মোড়ক লাগিয়ে বেশি দামে বিক্রি করার দায়ে মুন’স গ্যালারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ আমদানিকারকের স্টিকার জব্দ করা হয়েছে। অভিযানে দেখা গেছে, অধিকাংশ প্রসাধনীর প্রকৃত স্টিকার ঘষে তুলে ফেলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬
পরবর্তী নিবন্ধবাজারে আসছে কালীপুরের রসালো লিচু