মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে বালি আর্কেডে অবস্থিত কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতকে দশ হাজারসহ ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান চালানো হয়।
জনসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও সহজতর করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন বাস কাউন্টারে তাদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বালি আর্কেডে অবস্থিত কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত-এ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্রসাধনী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ, বিভিন্ন প্রসাধনীতে মেয়াদ মূল্য না থাকা এবং যে সমস্ত প্রসাধনীতে মেয়াদ মূল্য দেওয়া আছে ব্যবহারিত কালি খুব সহজেই মুছে দিয়ে পরিবর্তনযোগ্য হওয়াই উক্ত প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় সেইন্টমার্টিন- কে ৫ হাজার, হানিফ এন্টারপ্রাইজ কে ৫ হাজার ও রবি ইস্কপ্রেস কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথসহ সংশ্লিষ্টরা।